ঢাকা: আপত্তি সত্ত্বেও তামিলনাড়ুতে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ অব্যাহত রাখার অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট । ওই রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন কুদানকুলাম কেন্দ্রের কাজ এগিয়ে নেওয়া দরকার বলে সোমবার আদালতের রায়ে বলা হয়েছে।
দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ পরিকল্পনা জনগণের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে বলে কেএস পানিকের রাধাকৃষ্ণা ও দিপক মিশরার বেঞ্চ জানায়।
বিচারকরা বলেন, “সরকার পক্ষ থেকে জরুরি ছাড়পত্র নেওয়া হয়েছে এবং এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভারতের জন্য গুরুত্বপূর্ণ। বৃহত্তর স্বার্থ ও অর্থনৈতিক প্রয়োজনীয়তার মধ্যে আমাদের ভারসাম্য আনতে হবে। ”
১৯৮৮ সালে প্রথম কুদানকুলাম কেন্দ্র নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০১১ সাল থেকে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল।
বিশেষজ্ঞদের প্রতিবেদনের পরেই এমন রায় দিল। কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে-এমন আশঙ্কায় উচ্চ আদালতে প্রকল্প বন্ধের দাবিতে রিট করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com