ঢাকা: স্কটিশ ফুটবলার মাইকেল হিজডন এমনটি হয়ত স্বপ্নেও ভাবেননি। কারণ যে রাতে তিনি দেশটির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সেরাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তিনি গ্রেফতার হয়েছেন।
রবিবার মধ্যরাতে নাইটক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাদারওয়েল স্টাইকার হিজডনকে গ্রেফতার করা হয়। তার মাত্র কয়েক ঘণ্টা আগে তাকে গ্লাসগো হিল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বর্ষসেরা ফুটবলারের মর্যাদা দেওয়া হয়।
গ্রেফতারের পর পুলিশ অবশ্য জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয়।
স্কটল্যান্ডের ফুটবল ক্লাব মাদারল্যান্ডের হয়ে এই মৌসুমে সর্বোচ্চ ২৬ গোল করার নৈপুণ্যের কারণে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।
স্কটল্যান্ডের পুলিশ মুখপাত্র জানান, রবিবার মধ্যরাতে গ্লাসগোর ইনগাম স্ট্রিটে একটি নাইটক্লাবে রাত আনুমানিক সোড়া একটার দিকে গণ্ডগোল বাধায়। তাই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ৬ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর