ঢাকা: যুদ্ধোত্তর ইতালির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী গিলিও এন্ড্রয়টি (৯৪) আর নেই।
ইতালির ক্রিশ্চিয়ান ডেমোক্রাটিক পার্টির প্রয়াত এই নেতা মোট সাতবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এন্ড্রয়টি ১৯৪৬ সালে ইতালির পার্লামেন্টে প্রবেশ করে দীর্ঘ ছয় দশক সংসদ সদস্য ছিলেন। যুদ্ধোত্তর প্রজাতন্ত্র ইতালির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। মাত্র আট বছরে পোপের সঙ্গে সাক্ষাতের জন্য তার খ্যাতিও আছে।
একসময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন মাফিয়ার সঙ্গে যোগসাজশ থাকারও অভিযোগ উঠে। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ৬ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর