ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতের একটি স্থানীয় আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
সম্প্রতি ধোনি একটি বিজনেস ম্যাগাজিনের বিজ্ঞাপনের মডেলের ভূমিকায় অভিনয় করেন। সেখানে তিনি হিন্দু ধর্মালম্বীদের গুরু বিষ্ণুর ভূমিকায় অভিনয় করেন। বিজ্ঞাপনে হাতে বিভিন্ন পণ্য নিয়ে তাকে অভিনয় করতে দেখা যায়।
একপর্যায়ে তিনি জুতা হাতে নিয়েও অভিনয় করেন। আর এতে হিন্দু ধর্মালম্বীরা বেশ চটেছেন। তারা অভিযোগ করেন, জুতা হাতে নিয়ে ধোনি আমাদের গুরুকে অবমাননা করেছেন।
ভারতের ষষ্ঠ অতিরিক্ত প্রধান মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট চোরি খান সংবিধানের ২৯৫ ধারায় সোমবার ধোনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভারতের দণ্ডবিধির ৩৪ বিধি মোতাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়কের বিরুদ্ধে মামলা করেন সমাজকর্মী জয়াকুমার হিরেমাথ।
অভিযোগে হিরেমাথ বলেন, ধোনি এই বিজ্ঞাপনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ১২ মে বাদীর বিবৃতি রেকর্ড করার দিন ধার্য করেছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৬ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর