ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উপকূল থেকে ক্ষেপণাস্ত্র সরালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মে ৭, ২০১৩
উপকূল থেকে ক্ষেপণাস্ত্র সরালো উত্তর কোরিয়া

ঢাকা: দেশের পূর্বাঞ্চলীয় উপকূলীয় উৎক্ষেপণ স্থান থেকে দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়টি কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বৈঠকের পূর্ব মুহূর্তে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটল। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিয়ন-হাইয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, বৈঠকে উভয় নেতা নিজেদের সম্পর্ককে আরও জোরদার কর‍ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসা জিয়ন-হাই বুধবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেবেন।

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, যেকোনো সময়ে উৎক্ষেপণের জন্য প্রস্তুত মুসুদান ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত করা হয়েছিল কিন্তু উত্তর কোরিয়া ‘সেগুলো সরিয়ে’ নিয়েছে।

সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সম্ভবত পিয়ংইয়ং তার সর্বোচ্চ যুদ্ধ সতর্কতা তুলে নিয়েছে এবং ক্ষেপণাস্ত্র সরিয়ে নিয়েছে। তবে ওই সব ক্ষেপণাস্ত্র এখনও কোথায় রয়েছে তা জানা যায়নি।

উত্তর কেরিয়া ২০১০ সালে সামরিক মহড়ায় মাঝারি পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্র উন্মোচন করলেও এখনও এর পরীক্ষা চালায়নি।

গত মাসে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছিল পিয়ংইয়ং। এমনকি দক্ষিণ কোরিয়ার ওপর হামলার হুমকি দেওয়া হয়েছিল দেশটির পক্ষ  থেকে।

তৃতীয় পরমাণু পরীক্ষা চালানোর পর গত মার্চে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পরেই এমন হুমকি দেওয়া হয়। গত সপ্তাহে শেষ হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া উত্তর কোরিয়াকে আরও ক্ষুব্ধ করে তুলে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।