কলকাতা: ফের সন্ত্রাসী হামলার আশঙ্কা কলকাতার আমেরিকান সেন্টারে। এবার আমেরিকান সেন্টারে হামলার হুমকি দিল আল জেহাদ নামের এক জঙ্গি সংগঠন।
কয়েকদিন আগেই ভারতীয় নৌ-বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে একটি বেনামী চিঠি আসে। তাতে বলা হয়, “২১ জুলাই আমরা কলকাতা, মুম্বাই ও হায়দ্রাবাদের মার্কিন কনস্যুলেটে হামলা চালাবো। ”
ওই চিঠিতেই দেশের বিভিন্ন রেলস্টেশনে হামলার হুমকি দেয় আল জেহাদ। চিঠির বয়ানের একাংশের সঙ্গে মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত ডেভিড হেডিলির জেরায় দেওয়া কিছু তথ্য মিলে যায়।
চিঠিটি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। বৃহৎ রেলস্টেশনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
আল জেহাদের হুমকির পরেই সারা দেশের মার্কিন কনস্যুলেটের অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আল জেহাদ সংগঠনের বিষয়ে এখনও পর্যন্ত গোয়েন্দাদের কাছে বিশেষ তথ্য না থাকলেও এই হুমকিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না গোয়েন্দা সংস্থা। তবে ওই হুমকি চিঠি নিয়ে উঠেছে বেশ কিছু প্রশ্নও। এত দিন পর হঠাৎ প্রায় ‘অস্তিত্বহীন’ এই সংগঠন কেন এ ধরনের হুমকি দিল, তা নিয়ে প্রশ্ন তুলছে আইবি। হামলার দিন হিসাবে ২১ জুলাইকে কেন বাছা হয়েছে, গোয়েন্দাদের তাও ভাবাচ্ছে। এক আইবি কর্তার প্রশ্ন, “নৌ-বাহিনীর ওয়েস্টার্ন কমান্ডেই বা চিঠিটি কেন পাঠানো হল?”
আল জেহাদের আড়ালে ইন্ডিয়ান মুজাহিদিন-ই হামলা চালাতে পারে বলেও অনুমান গোয়েন্দাদের। পুণের জার্মান বেকারি বিস্ফোরণ কাণ্ডে হিমায়েত বেগের ফাঁসির নির্দেশের বদলা নিতেও তারা হামলা চালাতে পারে বলে অনুমান করা হচ্ছে। মুম্বাই পুলিশের সন্ত্রাস দমন শাখাকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
২০০২ সালের ২২ জানুয়ারি কলকাতার আমেরিকান সেন্টারে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী। সেই হামলার প্রধান অভিযুক্ত আফতাব আনসারির বিরুদ্ধে এখনও মামলা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৩
শেখর বৈদ্য/ সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com