ঢাকা: সোমবার সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েল দখলকৃত গোলান উচ্চভূমিতে রকেট হামলা চালানো হয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরায়েল সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।
তিনি জানান, দক্ষিণ গোলানের যুদ্ধবিরতি সীমার নিকটবর্তী একটি মাঠে রকেট দুটি বিস্ফোরিত হয়।
রোববার সিরিয়ার একটি গবেষণা কেন্দ্রে ইসরায়েলের রকেট হামলার পরেই গোলানো হামলার ঘটনা ঘটল।
সিরিয়ার চলমান পরিস্থিতির সঙ্গে এ রকেট হামলার বিষয়টি জড়িত বলে জানান ইসরায়েলের সামরিক বাহিনীর ওই মুখপাত্র। তিনি জানান, ইসরায়েলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়নি।
তবে সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যকার দ্বন্দ্বে ইসরায়েল কিছু উত্তেজনা ছড়িয়েছে।
তিনি বলেন, “ইসরায়েলি সেনাবাহিনী রকেট নিক্ষিপ্ত এলাকায় অনুসন্ধান চালিয়েছে এবং গোলানে মোতায়িত জাতিসংঘ বাহিনীকে বিষয়টি জানিয়েছে। ”
উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে কৌশলগত যুদ্ধেরত ইসরায়েল ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত গোলানের ১২শ বর্গকিলমিটার জায়গা দখল করেছে। দখলকৃত অংশকে নিজের ভূখণ্ডের সঙ্গে ইসরায়েল সংযুক্ত দেখালেও তা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয় নি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com