ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলকাতার জোড়াসাঁকোয় শুরু হলো কারুকৃতি মেলা

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মে ৭, ২০১৩

কলকাতা: পঁচিশে বৈশাখ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে লোকশিল্প ও কারুকৃতি মেলা।

লোকশিল্প ও কারুকৃতি মেলাকে কেন্দ্র করে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি রবীন্দ্রগানে, কবিতায়, আলখ্যে ধ্বনিত হয়ে উঠেছে।



রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য নাটক-সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমির উদ্যোগে গত ছাব্বিশ বছর ধরে এই মেলা আয়োজিত হয়ে আসছে।

রবীন্দ্রনাথ ঠাকুর একসময় যে স্বদেশী মেলার প্রবর্তন করেছিলেন, তারই অনুপ্রেরণায় এই মেলার আয়োজন। মঙ্গলবার ঠাকুরবাড়ির দ্বারকানাথ মঞ্চে এই মেলার উদ্বোধন করেন চিত্রশিল্পী পার্থপ্রতিম দেব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতীর উপাচার্য ও আকাদেমির চেয়ারম্যান সব্যসাচী বসু রায়চৌধুরী।

সাতাশতম লোকশিল্প ও কারুকৃতি মেলায় এবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে মোট পঞ্চান্নজন লোকশিল্পী তাদের শিল্প পসরা সাজিয়ে বসেছেন।

পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মাদুর, মহিষের সিং-এর কাজ, হাওড়ার বাটিকের কাজ, পুরুলিয়ার ছৌ নাচের মুখোশশিল্প, মুর্শিদাবাদের পাটের কাজ, মালদহের বাঁশের কাজ, বর্তমানের কাঠ খোদাই, বীরভূমের ডোকরা, পোড়ামাটি, শোলার কাজ, বাঁকুড়ার ডোকরা-পোড়ামাটির শিল্প, নদিয়ার আলপনা শিল্প, উত্তর দিনাজপুরের শীতলপাটি, দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ এমন সব লোকশিল্পের নিদর্শন মিলছে এই মেলায়।

মেলা চলাকালীন লোকশিল্পীদের কলকাতা যাতায়াত এবং অন্যান্য খরচ বহন করে বিশ্ববিদ্যালয়ের আকাদেমি। মেলা চলবে ১০ মে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ০৭, ২০১৩
তন্ময়/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।