ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, মে ৭, ২০১৩
ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ৫

ঢাকা: ফিলিপাইনের স্বক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৫ নিহত হয়েছে। নিহতদের চারজন পর্বতারোহী বলে জানা গেছে।

আগ্নেয়গিরির মুখে কয়েকজন আটকা পড়েছে।

মঙ্লবার সকালে রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাউন্ট মেয়ন থেকে ছাই ও পাথরের কুণ্ডলী আকাশে উঠতে থাকে।

জানা গেছে, অগ্ন্যুত্পাতের সময় প্রায় ২০ জন পাহাড়ে উঠছিল।

আলবে প্রদেশের গভর্নর জোয়ে সালসিডা জানান, উদ্ধারকারী একটি দলকে চার পর্বতারোহী ও তাদের গাইডদের খোঁজ করার জন্য আগ্নেয়গিরি এলাকায় পাঠানো হয়েছে।    

ন্যাশনাল ডিজাসটার রিস্ক রিডাকশন এ্যান্ড মানেজমেন্টের কাউন্সিল প্রধান এডওয়ার্ডো ডেল রোজারিও বলেন, “সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত পাঁচ জন নিহত ও সাত জন আহত হয়েছে। নিহতের মধ্যে চার জন জার্মান নাগরিক এবং একজন ফিলিপিন গাইড। ”

একজন গাইড টেলিফোনের মাধ্যমে স্থানীয় এক টেলিভিশনকে জানায়, আগ্নেয়গিরি উদগিরণের পর নিহতদের ওপর পাথরের বর্ষণে তারা মারা যায়।    

স্থানীয় এক বাসিন্দা জুন মারানা টেলিফোনের মাধ্যমে এএফপি বলেন, “এটি এতোটাই আকস্মিক ছিল যে আমরা সবাই আতঙ্কিত হয়ে পরি। ”

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।