ঢাকা: লিবিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-বারঘাতি পদত্যাগ করেছে। বন্দুকধারীরা বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয় অবরুদ্ধ করার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তার পদত্যাগের খবরটি প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “অস্ত্রের শক্তি দিয়ে যে রাজনীতির চর্চা করা হয় তা গ্রহণ করতে আমি ব্যর্থ। ” বিমান বাহিনীর সাবেক কমান্ডার বারঘাথি আরও বলেন, “এটি গণতন্ত্রের ওপর হামলা যা রক্ষার জন্য আমি শপথ নিয়েছি। ”
বন্দুকধারীরা গাদ্দামি আমলের কর্মকর্তাদের নিষিদ্ধ করার জন্য একটি আইনের দাবি করে আসছে। তাদের দাবির প্রেক্ষিতে গত রোববার পার্লামেন্টে এ সংক্রান্ত একটি আইনও পাস হয়েছে। গত সপ্তাহ থেকে বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয় অবরুদ্ধ করে রেখেছে।
বন্দুকধারীরা জানিয়েছেন, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলের কর্মকর্তাদের যতক্ষণ না পর্যন্ত কার্যালয়ে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ মন্ত্রণালয় ছাড়া হচ্ছে না।
আইনটি কার্যকর হলে প্রধানমন্ত্রী আলি জেইদানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর এর প্রভাব পড়বে। আইন পাস হওয়ার পর অনেক বন্দুকধারী পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে চলে গেলেও অনেকে এখনও অবস্থান নিয়ে রয়েছে। ২৮ এপ্রিল প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয় অবরুদ্ধ করা হয়।
২০১১ সালে পশ্চিমাদের সহায়তা লিবিয়ার বিদ্রোহীরা গাদ্দাফির পতন ঘটায়। আর এ মাধ্যমে পতন হয় গাদ্দাফির চার দশকব্যাপী শাসনের অবসান ঘটে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com