ঢাকাঃ ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসকে কঠোর শর্ত বেঁধে দিয়েছে বিজেপি। মঙ্গলবার দলটি জানিয়েছে, ভারতের রেলওয়ে মন্ত্রী পবন কুমার বানসাল ও আইনমন্ত্রী আশওয়ানি কুমার পদত্যাগ না করলে অথবা তাদের অপসারণ করা না হলে সংসদে কোনো বিল পাশ করতে দেয়া হবে না।
পবনের ভাগ্নের ঘুষ কেলেঙ্কারি ও আশওয়ানি কোলগেট কেলেঙ্কারির কারণেই তাদের পদত্যাগ অথবা অপসরণের দাবি করা হয়েছে।
বিরোধীদল স্পষ্ট করে জানায়, তারা সরকারি খাদ্য নিরাপত্তা বিল ও জমি অধিগ্রহণ বিল পাশ করবেনা।
বিজেপির ডেপুটি নেতা গোপিনাথ মুন্ডে লোকসভায় বলেন, “বানসাল এবং কুমারের পদত্যাগ অথবা অপসারনের আগে সংসদে অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না। ”
তিনি আরও বলেন, “তারা পদত্যাগ করলে বা কংগ্রেস তাদের সরিয়ে দিলেই আমরা উভয় বিল পাস করব। ”
রেলমন্ত্রী ও আইনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে কংগ্রেসকে এক সপ্তাহ সময় দিয়েছে বিজেপি।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com