আগরতলা (ত্রিপুরা): বিধান সভা নির্বাচনের পর আবারও ভোটের দামামা বাজল ত্রিপুরায়। জুনের মাঝামাঝি সময়েই রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেক দফার নির্বাচন।
জুনের মাঝামাঝি সময়ে রাজ্যে সমস্ত শূন্য পঞ্চায়েত, ভিলেজ কমিটি, জিলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর জন্য রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদ, এডিসি ভিলেজ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপনির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশের নির্ঘন্ট জারি করেছেন।
রাজ্য নির্বাচন কমিশন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬মে, ২০১৩ ইং খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ১৩ মে, ২০১৩ইং পর্যন্ত ভোটার তালিকায় দাবি এবং আপত্তি জানানো যাবে। ১৫ মে, ২০১৩ইং পর্যন্ত দাবি এবং আপত্তির নিষ্পত্তি এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সভা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ মে, ২০১৩ইং। রাজ্য নির্বাচন কমিশন থেকে সকলের অবগতির জন্য এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ০৭, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর