ঢাকা: সিরিয়ায় চলমান রাজনৈতিক সংকট নিরসনে একসঙ্গে কাজ করার সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এলক্ষ্যে খুব শীঘ্রই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে আলোচনার টেবিলে বসার ইচ্ছা প্রকাশ করেছে দেশ দুটি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথমবারের মতো মঙ্গলবার কেরি রাশিয়া সফর করেন। সিরিয়াসহ নানা বিষয়ে তারা মস্কোতে দীর্ঘ বৈঠক করেন। তারপরই সিরিয়া ইস্যুতে একত্রে তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত দুই বছর ধরে সিরিয়া প্রসঙ্গে মস্কো ও রাশিয়ার মধ্যে নানা বিষয়ে মত পার্থক্য পরিলক্ষিত হয়। তবে সাম্প্রতিককালের সিরিয়ায় গণহত্যা এবং সহিংসতা দেশ দুটিকে এক কাতারে নিয়ে এসেছে।
জন কেরি বলেন, আমরা সিরিয়ায় দুই পক্ষকে এক টেবিলে বসানোর চেষ্টা করব।
কেরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সিরিয়ার কিছু কিছু সাধারণ স্বার্থের বিষয়ে সহমত পোষন করেন। যেমন: আমরা কেউই সিরিয়া অঞ্চলটিতে চরমপন্থীদের হাতে ছেড়ে দিতে পারি না এবং দুই দেশই সিরিয়ায় স্থিতিশীলতা চাই।
তিনি জানান, আমরা কোন বিশেষ ব্যক্তির ভাগ্যে কি ঘটবে সেটা নিয়ে চিন্তিত নই বরং আমরা সিরিয়ার জনগনের ভবিষ্যই চিন্তিত।
যুক্তরাষ্ট্র আসাদ সরকারকে ক্ষমতায় রাখতে চেষ্টা করছেন না এমন ইঙ্গিত দিয়ে কেরি মস্কোর উদ্দেশ্যে বলেন, আশা করব আসাদকে অপসারণ অনুষ্ঠেয় শান্তি আলোচনায় প্রধান শর্ত হবে না। "
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ৮ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর