ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মে ৮, ২০১৩
মেক্সিকোতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২৩

ঢাকাঃ মঙ্গলবার মেক্সিকো শহরে দ্রুতগতিতে আসা একটি গ্যাস বহনকারী ট্যাঙ্কার বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে ২৩ জন নিহত ও ১২ জনের বেশি আহত হয়।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী,  ট্যাঙ্কারটি দ্রুত চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে।

দেশটির মহাসড়ক বিভাগ জানায়, বিস্ফোরণে ২৩ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মেক্সিকোর কাছাকাছি একাতিপেক শহরের মেয়র পাবলো বেদোলা জানান, অন্তত ৪৫ টি বাড়ি ও ১৬ টি গাড়ি পুড়ে গিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক ভিডিও ফুটেজে দেখা যায় ট্যাঙ্কার বিস্ফোরণের ফলে আশেপাশের বাড়িঘর আগুন ও ধোয়ায় একাকার হয়ে যায়।

মেক্সিকোর নাগরিক নিরাপত্তা সচিব সালভেড্র নেমে জানান, চালককে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া দুইজন শিশুও এই দুর্ঘটনার শিকার হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ১২২৩ ঘন্টা। মে ০৮ ২০১৩।
সম্পাদনাঃ আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।