কলকাতা: কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনার শুরুতেই দেখা যায় কর্ণাটকের ক্ষমতা হাত ছাড়া হতে চলেছে বিজেপির।
গণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও খুব একটা পিছিয়ে নেই বিজেপি ও জনতা দল (স্যেকুলার)। লড়াইয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কর্ণাটক জনতার পক্ষও।
সোমবার রাজ্যের ২২৪টি আসনের মধ্যে ২২৩টিতে ভোট নেওয়া হয়। বিজেপি প্রার্থীর মৃত্যুর কারণে মহীশূরের একটি আসনে ভোট নেওয়া হয়নি।
নির্বাচনে ভোটদানের হার ছিল ৭১ শতাংশের বেশি। ২০০৪ সালের পর আবার এই দক্ষিণী রাজ্যের মসনদে ফেরা নিয়ে আশাবাদী কংগ্রেস।
২০০৪ সালে কর্ণাটকের ক্ষমতা থেকে সরে গিয়েছিল কংগ্রেস। তারপর থেকে বিজেপির নেতৃত্বে লাগাতার জোট সরকার তৈরি হলেও চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে ওই রাজ্য। ২০০৪ এবং ২০০৭ সালে জোট-জটিলতায় সরকার ভেঙে যায়। বিজেপির অন্তর্কলহ এবং দুর্নীতির অভিযোগে গত চার বছরে তিন তিনবার মুখ্যমন্ত্রী বদল হয়। এই পরিস্থিতিতেই কর্ণাটকের ক্ষমতায় ফেরা নিয়ে আশার আলো দেখছে কংগ্রেস।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ০৮, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর