ঢাকা: সিরিয়ায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর ফলে যোগাযোগের সবচেয়ে আধুনিকতম ও জনপ্রিয় এই মাধ্যম থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি।
বিশ্বব্যাপি ইন্টারনেট মনিটরিং কোম্পানিগুলো জানায়, মঙ্গলবার থেকে সিরিয়ায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্ব যোগাযোগ থেকে আলাদা হয়ে পড়েছে সিরিয়া।
বিশেজ্ঞরা বলছেন, কে বা কারা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তা ভার্চুয়ালি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা অসম্ভব। কোন পক্ষ দায় স্বীকার করলেই আসল সত্য বেরিয়ে আসবে।
গুগলের জেষ্ঠ পরিচালক ক্রিস্টিয়ান চেন জানান, এই ধরণের ঘটনা আমরা এর আগে দুইবার দেখেছি। আরব বসন্তকালীন সময়ে মিশরে এবং গত নভেম্বরে সিরিয়ায়।
যুক্তরাষ্ট্রের ইন্টারনেট কোম্পানি রেনেসিস এর প্রযুক্তবিষয়ক প্রধান জিম কাউয়ি জানান, ইন্টারনেট সংযোগের ফলে সিরিয়ায় প্রতিবেশী দেশ থেকে সহিংসতায় উস্কানিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এমন কোন বিষয় আমরা লক্ষ্য করিনি। তারপরও কেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো তা বোধগম্য নয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৮ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর