ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের অভিযানে নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, মে ৮, ২০১৩
নাইজেরিয়ায় বোকো হারামের অভিযানে নিহত ৫৫

ঢাকা: মঙ্গলবার নাইজেরিয়ার বামা শহরের উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক দল বোকো হারামের সন্দেহভাজন সশস্ত্র সদস্যরা অভিযান চালায়।

অভিযানে তারা ৫৫ জন কে হত্যা করে।

এছাড়া থানায় হামলা করে কারাগার ভেঙ্গে শতাধিক বন্দিকে মুক্ত করে নিয়ে আসে।

সামরিক বাহিনীর মুখপাত্র সাগির মুসা জানান, বোকো হারামের দুই শতাধিক সদস্য ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বাসে এবং পিক-আপ ট্রাকে করে বামা শহরের উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশ করে। তারা প্রথমে সামরিক ব্যারাক এবং পরে থানায় হামলা করে। পরবর্তীতে তারা বামার থানা, সামরিক ব্যারাক এবং সরকারি ভবণগুলোতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরো জানান, এই অভিজানে ২২ জন পুলিশ কর্মকর্তা, ১৪ জন কারাগার কর্মকর্তা, ২ জন সৈন্য এবং ৪ জন বেসামরিক নাগরিকসহ বোকো হারাম দলের ১৩ জন সদস্যও নিহত হয়।

২০০৯ সালের অভ্যুত্থানের পর এটিই সবচেয়ে মারাত্মক হামলা। বন্দুকধারীরা ১০৫ জন বন্দীদের মুক্ত করে।

তাদের এই অভিযান শুরু হয় স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশি সময় সকাল ১০টা)।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুসারে ২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় এই পর্যন্ত ৩ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৮ মে, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।