ঢাকা: মৃত্যু পরবর্তী জীবনের সংস্পর্শে আসার জন্য পপসম্রাট মাইকেল জ্যাকসন ‘প্রপোফল’ নামক এক প্রকার ব্যথানাশক ঔষধ সেবন করতেন। আর এই ঔষধ অতিরিক্ত সেবনের ফলে মাইকেলের মৃত্যু হয়।
মূলত মানসিক অবসাদগ্রস্থতা থেকে মুক্তি পেতেই প্রপোফল সেবন করা হয়। এই ঔষধ গ্রহণের ফলে সেবনকারী দীর্ঘ ঘুম কিংবা অচেতন অবস্থায় থাকে। ডায়াগনস্টিক টেস্ট বা অপারেশনের আগে সাধারণত রোগীকে এই ঔষুধ খাওয়ানো হয়।
ব্রিটিশ দৈনিক দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এই সঙ্গীত কিংবদন্তি প্রপোফল ব্যবহার করে “মৃত্যুর উপত্যকায়” যাওয়া- আসা করতেন।
লস আঞ্জেলেসের বিশেষজ্ঞরা জানান, জ্যাকসন যে পরিমানে প্রপোফল সেবন করতেন তা কোনো বড় ধরনের অস্ত্রপচারের সময় রোগীকে দেয়া পরিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।
তাদের মতে হাসপাতালের বাইরে প্রপোফলের মত সম্মোহক ঔষধের সহজলভ্যতা সত্যিই সংশয়ের বিষয়।
জ্যাকসনের শরীরে এই ঔষধ মাত্রাতিরিক্ত পরিমানে প্রয়োগের জন্য তার চিকিতসককে চার বছরের কারাদণ্ডও প্রদান করেন আদালত।
উল্লেখ্য, মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অস্তিত্ব নিয়ে মাইকেলের বেশ কৌতুহল ছিল যা তার “থ্রিলার” শিরোনামের গানের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে ওঠে।
বাংলাদেশ সময় ১৫৫৫ ঘণ্টা,৮ মে, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর