ঢাকাঃ পাকিস্তান তেহরিক-ই-ইসলাম (পিটিআই) দলের প্রদান এবং সাবেক ক্রিকেট খেলোয়াড় ইমরান খান ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ডাক্তাররা তাকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
তবে বহুল প্রতিক্ষীত ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনী তিনি ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে পড়ে মাথা, পিঠ এবং কাঁধে আঘাত পান ইমরান খান। পরে নিজের প্রতিষ্ঠিত শওকত খানম হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।
হাসপাতালের মুখপাত্র খাজা নাজির এএফপি কে জানান, ইমরান খান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, এছাড়াও তাঁর পিঠ ও কাঁধে আঘাত আছে।
নাজির এএফপি কে বলেন, “তার জখম গুরুতর কিছু নয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ব্যক্তিগত কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। ”
ইমরান খানের রাজনৈতিক দলের মুখপাত্র সাফকাত মেহমুদ এএফপি কে বলেন, “সাধারণ প্রচার অভিযান অব্যাহত থাকবে কিন্তু ইমরান খান সমাবেশে উপস্থিত থাকবেন না।
তিনি আরো বলেন, অন্যান্যরা যারা ইমরান খানের সাথে পড়ে গিয়েছিলেন তারা সুস্থ আছেন এবং ছোটখাট আঘাত পেয়ে তাদের পরিবার পরিজনদের সাথে নিজ নিজ বাড়িতে চলে গেছেন।
বাংলাদেশ সময়ঃ ১৬০০ ঘন্টা। মে ০৮ ২০১৩।
সম্পাদনাঃ আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com