ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সর্ববৃহৎ হীরা ডাকাতির চক্র গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, মে ৮, ২০১৩
বিশ্বের সর্ববৃহৎ হীরা ডাকাতির চক্র গ্রেফতার

ঢাকা: বিশ্বের সর্ববৃহৎ হীরা চোলাচালানি চক্রকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। মঙ্গলবার এই চক্রের সঙ্গে জড়িত ৩১ জনকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দুষ্কৃতিকারীদের একটি দল বিমানবন্দরের পরিসীমা বেষ্টনী ভেদ করে ঢুকে পড়ে এবং উড্ডয়নের জন্য অপেক্ষারত একটি সুইস বিমান এর কার্গো হোল্ডের মধ্যে অনুপ্রবেশ করে।

সেখান থেকে তারা ৫ কোটি ডলার সমপরিমান হীরা ডাকাতি করে। হীরাগুলো এন্টের্প থেকে জুরিখে পাঠানো হচ্ছিল।

বেলজিয়ামের প্রসিকিউটর জানান, পুলিশ ইতোমধ্যে মোটা অঙ্কের টাকা আর কিছু হীরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আইনজীবীর মতে মুখোশধারীরা পেশাদার ডাকাত ছিল। পুলিশের পোশাক পড়ে তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।

এই পুরো ঘটনাটি মাত্র ৫ মিনিটেই ঘটে। তবে কোনো গোলাগোলি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ৭ মে, ২০১৩
সম্পাদনা:বুশরা ফারিজমা হুসাইন ও কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।