ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ৮, ২০১৩
পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ৩

ঢাকা: বুধবার পাকিস্তানের বান্নু থানায় জঙ্গিদের একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুলিশ কর্মকর্তা এবং আহতদের মধ্যে ১০ জন নারী ও শিশু, ৯ জন পুলিশ কর্মকর্তা এবং ৮ জন সাধারণ জনগন ছিলেন।

কর্মকর্তারা জানান, আত্মঘাতী বোমা হামলাকারী বান্নু থানায় সীমানা প্রাচীরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি আঘাত করে। হামলায় পুলিশ স্টেশনটি এবং অন্তত দুটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এছাড়াও আশেপাশের প্রায় ১০ বাড়ি ধ্বংস হয় এবং ভেতরের মানুষও আহত হয়েছে।  

জেলা পুলিশ কর্মকর্তা গফুর আফ্রিদি জানান, “স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় করা আত্মঘাতী হামলায় ৩ জন নিহত এবং ২৭ জন আহত হন। ”

জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেড ডা. ইকবাল মারওয়াত জানান, আহতদের মধ্যে ৯ জন কে এখানে রেখে চিকিৎসা করা হচ্ছে। অন্যদের খলিফা গুল নাওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়ঃ ১৮০৭ ঘন্টা। মে ০৮ ২০১৩।
সম্পাদনাঃ আশুরা জামান ও কবির হোসেন, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।