তুসকালুসা: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০-এ। বুধবার বয়ে যাওয়া এ ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অ্যালবামা অঙ্গরাজ্যেই সর্বশেষ ১২৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তীব্র ঝড় ও বন্যায় টেনেসি অঙ্গরাজ্যে অন্তত ৩০ জনের প্রাণহানী ঘটেছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২০। বৃহস্পতিবার টেনিসির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আরও ৪টি অঙ্গরাজ্যে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মিসিসিপিতে ৩২ জন, জর্জিয়াতে ১১ জন ও ভার্জিনিয়াতে একজন নিহত হয়েছেন।
আহতদের চিকিৎসা দিতে অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
তবে কর্মকর্তারা বলছেন, এখনো বহুসংখ্যক লোক বসতবাড়ির ভেতর এবং বড় স্থাপনাগুলোতে আটকা পড়ে আছে। এ কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করছেন তারা।
অ্যালবামার শহর তুসকালুসার মেয়র ওয়ালটার ম্যাডক্স বলেন, ‘শহরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পেরেছি। শহরের অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যালবামা বিশ্ববিদ্যালয়ের আশপাশের একাধিক বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। ’
উত্তরে হানটসভিলের পশ্চিমে একটি পরমাণু চুল্লি বন্ধ হয়ে গেলে ওই এলাকায় ডিজেল জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, তুসকালুসা শহরের প্রায় ৮৩ হাজারের বেশি বসতবাড়ি ভেঙে চুড়ে গেছে। স্থানীয় একটি হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে শ’খানেক আহত লোক ভর্তি হয়েছে। এর মধ্যে আরো ৪০০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি কারণ একসঙ্গে অসংখ্য লোক এসে হাসপাতালে ভীড় করেছে।
মেয়র ওয়ালটার ম্যাডক্স বলেন, ‘আজ আমরা যে ভয়াবহ ধ্বংসের সম্মূখীন হয়েছি তুসকালুসায় এর আগে এমন কেউ দেখেনি। ’
গত মঙ্গলবার রাত থেকেই ঝড় শুরু হয়। তবে বুধবার পর্যন্ত তা টেক্সাস, ভার্জিনিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঝড় উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ার আগে কালিফোর্নিয়াতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি অ্যালবামার গভর্নর রবার্ট বেন্টলের সঙ্গে কথা বলেছেন। জরুরি সহায়তা ও উদ্ধার তৎপরতা চালাতে গভর্নরের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন তিনি। এ সঙ্কট মুহূর্তে যারা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন তাদের প্রশংসা করেছেন ওবামা।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১