ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্ক ছাড়ছে পিকেকে বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, মে ৮, ২০১৩
তুরস্ক ছাড়ছে পিকেকে বিদ্রোহীরা

ঢাকা: কুর্দিশ বিদ্রোহীরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ত্যাগ করছেন। শান্তিচুক্তির অংশ হিসেবে তাদের ভাষায় ‘নিরাপদ স্বর্গ’ ইরাকে চলে যাবেন এই বিদ্রোহীরা।

এর ফেলে কয়েক দশকের যুদ্ধের অবসান হতে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে কুর্দিশ রাজনীতিক সালাহত্তিন ডেমিরটাস জানান, বিদ্রোহীরা ইতোমধ্যেই তুর্কিস্থান ছাড়তে শুরু করেছেন।

কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গত মে মাসে ঘোষণা করেছিল যে তারা মে মাসের প্রথম সপ্তাহে তুরস্ক থেকে তাদের বিদ্রোহীদের প্রত্যাহার করে নিবে।

তুরস্কের কারাগারে বন্দি পিকেকে’র বিখ্যাত নেতা আব্দুল্লাহ ওকালান মার্চে আঙ্কারার সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে বিদ্রোহী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

একটি স্বাধীন ভূখণ্ডের জন্য তুরস্কের বিরুদ্ধে তারা গত তিন দশক ধরে যুদ্ধ করে আসছেন পিকেকে বিদ্রোহীরা। তাদের এই যুদ্ধে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়।

তবে আনুষ্ঠানিকভাবে এখন তুরস্ক ছাড়ার বিষয়ে কোন ঘোষণা দেয়নি কুর্দিশ বিদ্রোহীরা।     

তুরস্কের ভেতর পিকেকে এর বিশ হাজার বিদ্রোহী রয়েছে। তাদের পরিপূর্ণ সরিয়ে নিতে আরো চার মাস সময় লাগতে পারে।

ইরাকের কান্দিল পাহাড়ে পিকেকে’র প্রধান ঘাঁটি। তুরস্ক ত্যাগ করে বিদ্রোহীরা পায়ে হেঁটে কান্দিলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ৮ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।