ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কুকুরকে মানুষের কামড়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪১, মে ৯, ২০১৩
কুকুরকে মানুষের কামড়!

ঢাকা: ‘কুকুর করেছে কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়। তাই বলে কুকুরকে কামড়ে দেওয়া মানুষের কি শোভা পায়?

কিন্তু এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ডালাসে।

কুকুরের হামলা থেকে স্ত্রীকে বাচাঁতে এক ব্যক্তি কুকুরকে কামড় দিয়েছেন।

ক্যারেন হেনরি জানান, তার শ্বশুর বাড়ি গ্রামীণ পল্লী মাদ্রিদের রাস্তায় নিজের কুকুর ক্যান্ডিকে নিয়ে হাঁটছিলেন। পাশেই ছিলেন তার স্বামী লেইন। এমন সময় দেখতে পান, ৫০ থেকে ৬০ পাউন্ডের একটি ল্যাব্রাডর জাতের কুকুর তার দিকে দৌঁড়ে আসছে।

হেনরিকে কুকুরটি কামড় দিলে সাহায্যের জন চিৎকার করেন তিনি। চিৎকার শুনতে পেয়ে লেইন ঘুরে দেখেই ঝাঁপিয়ে পড়েন কুকুরটির ওপর। স্ত্রীকে কামড়ে দেওয়ার প্রতিশোধ তুলেন কুকুরের ওপর। তিনিও কুকুরের নাকে দেন কামড়।

লাইনি বলেন, “ক্যারেন আমার দিকে ঘুরে দাঁড়াতেই দেখলাম তার মুখমন্ডলে রক্ত ছাড়া কিছু নেই। তাই আমি কুকুরটির নাকে কামড় দিয়েছি। কুকুরটি তাদের ছেড়ে দেয়ার  সঙ্গে সঙ্গে ক্যারন ও আমাদের কুকুরটিকে নিয়ে গাড়িতে উঠে চলে আসি। ”

কুকুরটি ক্যারেনের নাক, উরু এবং পেটে এবং লাইনির বাহুতে কামড় দেয়।

সম্পাদনাঃ আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর। eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।