লন্ডন: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ স্বেচ্ছায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লন্ডনের পুলিশের কাছে ধরা দিতে যাচ্ছেন। সুইডেনের কর্তৃপক্ষ নতুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ সিদ্ধান্ত নেন অ্যাসাঞ্জ।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় অ্যাসাঞ্জ থানায় আসবেন এবং পরে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হবেন। সুইডেনে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা রয়েছে।
বর্তমানে তিনি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে লুকিয়ে আছেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বাকি।
অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেনস বলেন, ‘ পুলিশের কাছে তার স্বেচ্ছায় যাবার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। ’
এদিকে সোমবার সুইস কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর নতুন করে সমস্যার সম্মুখীন হন তিনি। কেননা এটি উইকিলিকসের তহবিলের একটি উৎস।
চলতি সপ্তাহে মার্কিন গোপন নথি ফাঁসের পর থেকেই চাপের মধ্যে আছেন অ্যাসাঞ্জ।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০