ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, সাধারণ নির্বাচনে জয়ী হলে তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশের ভূমিকার ইতি ঘটাবেন।
১১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয় পেয়ে ফের প্রধানমন্ত্রী হতে বেশ আশাবাদী এই রাজনীতিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, সন্ত্রাসবিরোধী যুদ্ধে তার দেশের ভূমিকার অবসান ঘটানো পাকিস্তান ও সারা বিশ্বের জন্য প্রয়োজনীয়।
৯/১১ হামলার পর বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশটিকে সহায়তা দিচ্ছে। প্রথমবারের মতো দেশটিতে একটি নির্বাচিত সরকারের পর আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা নিতে যাচ্ছে।
পাকিস্তানের মুসলিম লিগ-এন (পিএমএল-এন) নেতা শরিফের এ প্রতিশ্রুতি পশ্চিমা নেতাদের ভাবিয়ে তুলবে বলে জানিয়েছেন ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির সংবাদদাতা।
পশ্চিমা নেতাদের আশঙ্কা, ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে গেলে জঙ্গিরা পাকিস্তানে তাদের কর্মতৎপরতা বাড়িয়ে দিতে পারে।
সন্ত্রাসবিরোধী যুদ্ধ থেকে পাকিস্তান সরিয়ে আনবেন কিনা-এমন প্রশ্নে শরিফ বলেন, “হ্যাঁ, আমাদের করতেই হবে। ”
তবে তিনি জানাননি, তিনি তালেবান বা আল-কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবেন কিনা। পাকিস্তানে শান্তি স্থায়ী করতে অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
১৯৯০-এর দশকে দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নওয়াজ শরিফ।
নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানে সহিংসতা ছড়িয়েছে। বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু অঞ্চলের একটি থানার বাইরে এক আত্মঘাতি বোমা হামলায় তিন জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় জন পুলিশ রয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি নিশ্চিত নয় যে, থানাকে লক্ষ্য করে না নিকটে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পাকিস্তানি তালেবান এনএনপি, পাকিস্তানি পিপল’স পার্টি (পিপিপি) ও এমকিউএমকে নির্বাচনী প্রচারণা চালানো নিয়ে হুমকি দিয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com