ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ভোটকেন্দ্রে বোমা হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মে ১১, ২০১৩
পাকিস্তানে ভোটকেন্দ্রে বোমা হামলা, নিহত ১০

ঢাকা: পাকিস্তানে শনিবার শুরু হওয়া নির্বাচন চলাকালীন করাচির কায়দাবাদে একটি নির্বাচন কেন্দ্রের কাছে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। হামলায় আরো কমপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।



কায়দাবাদের ভোটকেন্দ্রের কাছেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফারণের পর ভোটকেন্দ্রে আগত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বোমায় এলাকাটির আশপাশের বাড়ি ঘরের জানালা বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আটটি দোকান ধ্বংস হয়েছে।

এদিকে, বোমা হামলার বিষয়ে পাকিস্তান আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) নেতা জাহিদ খান বিস্ফোরণে ২০ জন আহত হওয়ার খবর জানান।

বোমা হামলার পর তিনি তা‍ৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এএনপির বিরুদ্ধে এটি সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু না।

জরুরি ও উদ্ধারকারী দলের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ১১, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।