ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর ৩০ বছর পর চিরতরুণ লেনন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
মৃত্যুর ৩০ বছর পর চিরতরুণ লেনন

নিউইয়র্ক: মৃত্যুর ৩০ বছর পরও সমান জনপ্রিয় গায়ক, সুরকার জন লেনন। তার গান ও বিশ্বশান্তির জন্য আন্দোলন এখনও মানুষকে উৎসাহিত করে।



১৯৮০ সালের ৮ ডিসেম্বর মারা যান বিটলসের সাবেক এ সদস্য। নিউইয়র্কে তার বাড়ির সামনে এক আততায়ীর গুলিতে অসময়ে চলে যান কিংবদন্তী এ গায়ক। হামলাকারী মার্ক ডেভিড চ্যাপম্যান চারবার তার পিঠে গুলি করে। সেন্ট্রাল পার্কের পশ্চিমে চিক ডাকোটার ওই অ্যাপার্টমেন্টে দ্বিতীয় স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে বসবাস করতেন লেনন।    

৯ অক্টোবর ৪০তম জন্মদিন পালন করেন লেনন। আর আগামী বুধবার (৮ ডিসেম্বর) পালন করা হবে তার মৃত্যু ৩০তম বার্ষিকী।

এ সম্পর্কে তার স্ত্রী ওনো বলেন, ‘আমি তাকে ৭০ বছরের কল্পনা করতে পারি না। সে সব সময়ই ছিলো খুব উদ্যমী ও সব জায়গায় তার ছিলো সদর্প পদচারণা। আর আমার কাছে এখনও সে তেমনই আছে। ’

সাইরাকুস বিশ্ববদ্যালয়ের পপ কালচারের অধ্যাপক রবার্ট থমসন বার্র্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এলভিস প্রিসলির মতো তরুণ বয়সেই লেনন মৃত্যু হয়েছে। ’

লেননের হত্যাকারী চ্যাপম্যান ছিলেন মানসিক বিকারগ্রস্ত এবং সেসময় তার বয়স ছিলো ২৫। লেননকে হত্যার দিন সকালেই চ্যাপম্যানকে তার নতুন প্রকাশিত অ্যালবাম ‘ডাবল ফ্যান্টাসি’তে স্বাক্ষর দিয়েছিলেন লেনন।

তবে পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে নেন চ্যাপম্যান এবং তাকে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এখনও নিউইয়র্কের উত্তরের অ্যাটিকা কারাগারে বন্দী চ্যাপম্যান এবং এ পর্যন্ত ছয়বার প্যারোলে তার মুক্তির আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে লেননের স্ত্রীও তার এবং তার ছেলে শেন লেননের (৩৫) নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় চ্যাপম্যানের মুক্তির বিরোধিতা করে আসছেন।  

তবে শারীরিকভাবে লেনন পৃথিবীতে না থাকলেও তার ভক্ত-শ্রোতাদের মনে এখনও তিনি চিরতরুণ। এর উদাহরণ হিসেবে বলা যায় সেন্ট্রাল পার্কের ‘স্ট্রবেরি ফিল্ডের’ কথা, যা লেননের বিখ্যাত গান ‘ইমাজিন’ থেকে উদ্বুদ্ধ হয়ে রাখা হয়েছে।

একইসঙ্গে বিটলসের নিজের শহর লিভারপুলের বিমানবন্দরের নামও রাখা হয়েছে লেননের নামানুসারে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।