লন্ডন: ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আকস্মিক সফরে আফগানিস্তান গেছেন। তিনি মঙ্গলবার হেলমান্দ প্রদেশে ক্যাম্প বস্টনে সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন ২০১১ সালের মধ্যেই বিদেশি সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা শুরু হবে।
তিনি বলেন, ‘আমি মনে হয় এটা সম্ভব। তবে অবশ্যই আমাদের এই দেশের কাক্সিত উন্নয়ন তৈরি করতে হবে । ’
ক্যামেরন রোববার আফগানিস্তানের উদেশে লন্ডন ত্যাগ করেন। তিনি কবে আফগানিস্তান সফর শেষ করবেন, তা জানানো হয়নি।
আফগানিস্তানে ১০ হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। এর তিন মাস আগে ক্যমেরন আফগানিস্তান সফর করেন। তিনি এই সফরকে ভাগ্যের খেলা উল্লেখ করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০