কলকাতা: ভারতে হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান উত্তরপ্রদেশের কাশিতে গঙ্গার ঘাটে মঙ্গলবার সন্ধ্যায় এক ভায়াবহ বিস্ফোরণে বিদেশি পর্যটকসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের একজন উধ্বর্তন কর্মকর্তার কাছে ফোনে হামলার দায় স্বীকার করেছে ইন্ডিয়ান মুজাহিদিন।
এ ঘটনায় একটি শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের একজন কর্মকর্তা। পুলিশের মতে, সাতজন আহত হয়েছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত ব্যক্তির সংখ্যা ২০ থেকে ২৫ জন। আহতের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন চারজন।
টাইমার ডিভাইস ব্যবহার করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার পর উত্তরপ্রদেশ, কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দারাবাদে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন।
এদিকে, ডাস্টবিনের মধ্যে একটি আইইডি বোমা খুঁজে পেয়েছে বোমা স্কোয়াডের সদস্যরা।
ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর এ ঘটনায় তী নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং নিহত ও আহত ব্যক্তিদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন।
প্রশাসন সুত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গঙ্গার শীতলা ঘাটে আরতি চলাকালীন হঠাৎ এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই সময় ওই স্থানে প্রচুর মানুষ আরতি দেখতে উপস্থিত ছিলেন।
আহতদের শরীরে ধাতব স্পিন্টার পাওয়া গেছে। বারানসি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। সমগ্র এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি।
ভারতীয় সময়: ২১০৩ ঘণ্টা, ৭ ডিসেম্বর, ২০১০