ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নওয়াজের দলে যোগ দিল ৩৪ স্বতন্ত্র বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, মে ১৪, ২০১৩
নওয়াজের দলে যোগ দিল ৩৪ স্বতন্ত্র বিজয়ী

ঢাকা: পাঞ্জাব প্রদেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত ৩৪ জন স্বতন্ত্র প্রার্থী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে অন্য কোনো দলের সহায়তা ছাড়াই পাঞ্জাবের প্রাদেশিক সরকার গঠন করতে পারবে নওয়াজ শরিফের দল পিএমএল-এন।



দলের শক্তি বৃদ্ধি এবং স্বতন্ত্র প্রার্থীদের তালিকা তৈরি করতে ইতোমধ্যে পিএমএল-এন একটি কমিটি গঠন করেছে। কমিটির এক সদস্য খাজা আহমেদ হাসানের সঙ্গে দেখাও করেছে ওই স্বতন্ত্রভাবে নির্বাচন লড়ে বিজয় পাওয়া ওই ৩৪ জন। পাঞ্জাবে পিএমএল-এনের শক্তি বৃদ্ধি করতেই তারা দলটিতে যোগ দিচ্ছেন বলে জানান তারা।

পাঞ্জাবে পিএমএল-এন ২১২টি আসন পেয়েছে। ১৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ। আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৩৯টি আসনে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।