ঢাকা: জীবেনর সবচেয়ে কঠিন কাজটি করে ফেলেছেন অস্কার জয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। প্রাণঘাতী স্তন ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে সার্জারির মাধ্যমে নিজের দুটি স্তনই অপসারণ করেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে অনেকটা গোঁপনেই জটিল এই সার্জারির কাজ শুরু করেন ৩৭ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী। দীর্ঘ তিন মাস একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় মাধ্যমে ব্যয়বহুল এই সার্জারির কাজ শেষ হয় এপ্রিলে।
সার্জারির চলাকানীন সময়ের মধ্যেই তিনি মানবিক ডাকে সাড়া দিয়ে ছুটে যান দারিদ্রপীড়িত আফ্রিকার দেশ কঙ্গোতে। বর্তমানে তিনি জাতিসংঘের বিশেষ শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন।
এছাড়া সেসময় তিনি নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য লন্ডনে জি-৮ সম্মেলনেও যোগদান করেন।
প্রথমে জোলি সার্জারির কথা কাউকে না জানালেও অবশেষে বিষয়টি প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তাই বুধবার এ নিয়ে নিউইয়র্ক টাইমসে একটি সম্পাদকীয় লিখেন তিনি। সেখানেই তিনি সার্জারির আদ্যেপান্ত বর্ণনা করেন।
নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সবাইকে জানান।
সম্পাদকীয়তে তিনি বলেন, পরীক্ষা করার পর ডাক্তাররা আমার দেহে স্তন ক্যান্সারের জন্য দায়ী বিআরসিএ-১ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পান। এর ফলে আমার স্তন ক্যান্সার হওয়ার ৮৭ ভাগ ঝুঁকি রয়েছে বলে ডাক্তাররা জানান। তাই আমি মরণঘাতী এই রোগের ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক এই সিদ্ধান্ত নিয়েছি।
ডাক্তাররা জানান, সার্জারির ফলে জোলির ক্যান্সারের ঝুঁকি ৮৭ ভাগ থেকে ৫ ভাগে নেমে এসেছে।
নিউইয়র্ক টাইমস-এ ‘ইন এ আর্টিকেল মাই মেডিকেল চয়েস’ শিরোনামে জোলি বলেন, আমার মা দীর্ঘ দশ বছর স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫৬ বছর বয়সে মারা যায়। আমি আমার মায়ের পরিণতি ভোগ করতে চাইনি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছি।
এক গবেষণায় দেখা গেছে যে, পারিবারিকভাবে স্কন ক্যান্সারের ইতিহাস আছে এমন প্রতি পাঁচ নারীর মধ্যে একজনের স্তন ক্যান্সার হয়ে থাকে।
বিআরসিএ-১ এবং বিআরসি-২ জিনের কারণে স্তন ক্যান্সার হয়ে থাকে। যেসব মেয়েদের দেহে বিআরসিএ-১ জিনের উপস্থিতি আছে তাদের ৬৫ ভাগ স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছয় সন্তানের মা জোলি তাঁর সন্তানদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আর আমাকে হারাতে হবে এই নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা এখন নিশ্চিন্ত।
স্বামী ব্রাড পিটকে ধন্যবাদ জানিয়ে জোলি বলেন, পিটের ভালোবাসা ও সমর্থনের কারণেই আমি এই সাহসী পদক্ষেপ নিতে পেরেছি।
এদিকে জোলি তাঁর সার্জারির কথাটি সাহসের সঙ্গে প্রকাশ করার জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর