ঢাকা: পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পাওয়ায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)দলের প্রধান নওয়াজ শরিফকে মঙ্গলবার ফোন করে অভিন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।
অভিনন্দন জানানোর পাশপাশি পাকিস্তান ও ভারতের সম্পর্ক উন্নতি করার আশা ব্যক্ত করেন রাহুল।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নওয়াজে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নওয়াজ শরিফ মনমোহনকে আমন্ত্রণ জানিয়েছেন।
ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সরকারি সূত্র নিশ্চিত করেছে যে মনমোহন সিংয়ের পাকিস্তান সফর করা হবে সম্ভব হবে না।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৩।
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর eic@banglanews24.com