ঢাকা: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে তাকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে গ্রেফতার করা হয়।
রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয় তাদের গোয়েন্দা সংস্থার এক সদস্যকে সিআইএ’র হয়ে কাজ করার জন্য নিয়োগদানকালে তাকে গ্রেফতার করা হয়।
রাশিয়ার নিরাপত্তা বাহিনীর (এফএসবি) কর্মকর্তারা জানান, রায়ান ফোজেল নামে ওই সিআইএ সদস্যকে আমরা বিপুল পরিমাণ নগদ অর্থসহ গ্রেফতার করি। তিনি ছদ্মবেশে চলাফেরা করতেন।
গ্রেফতারের পর এফএসবি সদস্যরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে দাবি করে।
তারপর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মস্কোস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রতিনিধির কাছ ফোজেলকে হস্তান্তর করা হয়।
এফএসবি গণসংযোগ কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফোজেল ছদ্মবেশে সিআইএ’র হয়ে কাজ করছিল। আমরা তাকে গ্রেফতার করে এফএসবি কার্যালয়ে নিয়ে আসি। তারপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
জানা যায়, ফোজেল মস্কোতে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রধান রাজনীতিক সচিব। তিনি সিআইএ’র হয়ে কাজ ছদ্মবেশে করছিলেন।
গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে কিছু প্রযুক্তিগত উপকরণ, প্রচুর নগদ টাকা, পরচুলা, একটি মাইক্রোফোন, ছুরি, কম্পাস, ইত্যাদি পাওয়া যায়।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস কতৃপক্ষ কোন মন্তব্য করেনি।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক ছবিতে দেখা যায় যে, ফোজিলকে আটকের পর হাতবাধা অবস্থায় মাটিতে শুইয়ে রাখা হয়েছে।
আরেকটি ছবিতে দেখা যায়, ফোজিল এফএসবি কার্যালয়ের একটি ডেস্কে বসে আছে।
এদিকে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের দূত মাইকেল ম্যাকফলকে তলব করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।
দীর্ঘদিন ধরে রাশিয়া-যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার সম্পর্ক শিথিল করার চেষ্টা করছে। বিশেষ করে সাম্প্রতিককালে সিরিয়া ইস্যুতে দুই দেশই একই মেরুতে অবস্থান করছিল।
সিআইএ’র এই সদস্য গ্রেফতার দুই দেশের সাম্প্রতিক সম্পর্কে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
তিন বছর আগে আন্না চাপমান নামে এক সুন্দরী রাশিয়ান নারীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্র গ্রেফতার করেছিল। তার সঙ্গে আরো নয়জনকে তখন গ্রেফতার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৪ মে. ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর