নয়াদিল্লি: নাওয়াজ শরীফের নিমন্ত্রণ রাখতে পারছেন না মনমোহন সিং। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন নাওয়াজ শরীফ।
রোববার পাকিস্তানের ভোটের ফলাফল আসার পরই মনমোহন সিং শরীফকে তার অভিনন্দন জানান। তিনি নাওয়াজ শরীফকে ভারতে আসারও আমন্ত্রণ জানান। এরই প্রত্যুত্তরে নাওয়াজ শরীফ মনমোহন সিংকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানান।
ভারতের রাজনৈতিক মহল মনে করছে এই সৌজন্য বিনিময় আগামী দিনে পারমানবিক শক্তিধর দুই দেশের পক্ষেই সুখকর হবে।
তবে দেশটির সেনাবাহিনীর যে জেনারেলরা নাওয়াজকে সরিয়ে দিয়েছিলেন তাদের তিনি কতদিন দূরে সরিয়ে রাখতে পারেন সেই বিষয়ের ওপর অনেকটাই নির্ভর করছে ভারত-পাকিস্তান সম্পর্ক।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৩
ভিএস/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস