ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হলদিবাড়ি এক্সপ্রেস লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, মে ১৪, ২০১৩

কলকাতা: ইস্টার্ন রেলের নলহাটি এবং ছাতরা স্টেশনের মাঝামাঝি এলাকায় হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ১২৩৬৩ নাম্বার আপ হলদিবাড়ি এক্সপ্রেসে ট্রেনটি সাহেবগঞ্জের কাছে গেলে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে হলদিবাড়ির দিকে যাচ্ছিলো।

চলন্ত ট্রেনটি প্রচণ্ড শব্দ করে হঠাৎই থেমে যায়। লাইনচ্যুত বগির যাত্রীরা এ সময় ভয়ে চিৎকার-চেঁচামিচি শুরু করেন। অনেকে অসুস্থ বোধ করতে থাকেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, যাত্রী নিরাপত্তা নিয়ে ভারতে এমনিতেই যথেষ্ট বিতর্ক বিদ্যমান। এরমধ্যে উত্তরবঙ্গগামী এই দূর পাল্লার ট্রেনের লাইনচ্যুত হবার ঘটনা আবারও নতুন করে যাত্রী নিরাপত্তার বিষয়টিকে চোখের সামনে নিয়ে এলো।

এ ঘটনায় রেল দপ্তর শিয়ালদা স্টেশনে একটি তথ্য ও সহযোগিতা কেন্দ্র খুলেছে। +৯১-০৩৩- ২৩৫০৩৫৩৭ নাম্বারে ফোন দিলে এই দুর্ঘটনা সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যাবে।

এছাড়াও +৯১-০৩৩ ২৩৫০৩০৭৬ এবং +৯১-০৩৩- ২ ৭০৫০৩০৭ নম্বরে ফোন দিলেও এ সংক্রান্ত তথ্য জানা যাবে বলে জানিয়েছে রেল দপ্তর।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৩  
ভাস্কর সরদার/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।