ঢাকা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া রাজ্যের একটি খনি ধসে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছে। গ্র্যাসবার্গ নামে স্বর্ণ ও তামার ওই খনিটি যুক্তরাষ্ট্রের ফ্রিপোর্ট কোম্পানির মালিকানাধীন।
মঙ্গলবারের এ ঘটনায় এখন পর্যন্ত চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজটি জটিল হওয়ায় সবাইকে উদ্ধার করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। তারা সে পর্যন্ত ধৈর্য্য ধারণ করার জন্য সবাইকে আহবান জানিয়েছে।
ওই খনিটি বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও স্বর্ণের খনি।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর