ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২৭ মে জাপান যাচ্ছেন ড. মনমোহন সিং

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, মে ১৫, ২০১৩
২৭ মে জাপান যাচ্ছেন ড. মনমোহন সিং

কলকাতা: চার দিনের সফরে জাপান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। আগামী ২৭ মে জাপানের উদ্দেশ্যে ভারত ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



গত বছর প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জাপান সফর করার কথা ছিল। কিন্তু জাপানে নির্বাচনের কারনে তা পেছানো হয়।

এই সফরে মনে করা হচ্ছে জাপানের সঙ্গে ভারতের বেশ কিছু চুক্তি সই হবে। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলারের পরিকাঠাম উন্নয়ন চুক্তি অন্যতম।

এছাড়াও এ দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর দিকে নজর দেবেন দুই দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সফরে মনমোহন সিং জাপানের প্রধান মন্ত্রী সিনজাও আবি-এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। ভারতের রাজনৈতিক এবং বাণিজ্যিক মহল এই সফর নিয়ে যথেষ্ট আশাবাদী। তারা মনে করছে এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন দরজা খুলে দেবে।

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা,মে ১৫, ২০১৩  
ভাস্কর সরদার/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।