ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিদেশিদের ভিসার কাজে রাইটার্স যেতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪২, মে ১৫, ২০১৩
বিদেশিদের ভিসার কাজে রাইটার্স যেতে হবে

কলকাতা: বাংলাদেশ, পাকিস্তান, শ্রলঙ্কাসহ সার্কভুক্ত দেশগুলির ভিসা সংক্রান্ত কাজকর্ম জুন থেকে কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে হবে। এতদিন ফ্রি স্কুল স্ট্রিটের খাদ্য ভবনে স্বরাষ্ট্র (বিদেশ) দফতরের অফিসে ওই কাজ হত।



সরকারি সূত্রের খবর, মহাকরণ থেকে পরিবহণ দফতর সরানোর নির্দেশ জারি হয়েছে। চলতি মাসেই পরিবহণ দফতর উঠে যাচ্ছে ট্রাম কোম্পানির অফিসে।

রাইটার্স ভবনে পরিবহণ দফতরের জায়গায় স্বরাষ্ট্র (বিদেশ) দফতরের অফিস তৈরি  হচ্ছে। স্বরাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, বিদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত কাজ করার জন্য রাইটার্সে ভিড় বাড়বে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ১৫, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।