ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গুপ্তচর আটক: মার্কিন রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, মে ১৫, ২০১৩
গুপ্তচর আটক: মার্কিন রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

ঢাকা: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক গুপ্তচরকে আটকের করার পর মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলের কাছে গুপ্তচরের ব্যাপারে তার কাছে ব্যাখা দাবি করা হয়েছে।



মঙ্গলবার মধ্যরাতে মস্কোয় মার্কিন দূতাবাসের রাজনীতি বিভাগের তৃতীয় সেক্রেটারি রায়ান ফোজেলকে আটক করে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। রুশ নিরাপত্তা বাহিনীর একজনকে নিজের দলে ভেড়ানোর চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াশিংটনও এক কূটনীতিককে রাশিয়ায় আটক হওয়ার বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রিল সাংবাদিকদের জানান, মস্কো দূতাবাসের এক কর্মকর্তাকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান তিনি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ানকে ‘অবাঞ্চিত ব্যক্তি’ (পারসোনা নন গ্র্যাটা) হিসেবে ঘোষণা করেছে। তার দ্রুত ‘বহিস্কার’ দাবি করা হয়েছে মন্ত্রণালয়।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি আটক গুপ্তচরের পরিচয়পত্রের একটি ছবি প্রকাশ করেছে। ওই পরিচয় পত্রে গুপ্তচরের নাম ‘রায়ান ফোজেল’ বলে লেখা রয়েছে।

এফএসবি জানিয়েছে, কূটনীতিক প্রটোকলের কারণে আটকের পর রায়ানকে মার্কিন দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়।

দুই দেশের সম্পর্কের উন্নয়ন করতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে এ ঘটন‍া প্রভাব ফেলতে পারে বলা রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে।

এফএসবির বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা রিয়া-নভোস্তি জানায়, মার্কিন কূটনীতিকের কাছে ‘বিশেষ যন্ত্র’ রুশ নাগরিককে নিয়োগ দেওয়ার লিখিত নির্দেশনা, বিশাল অঙ্কের নগদ অর্থ এবং চেহারা পরিবর্তনকারী উপকরণ পাওয়া গেছে।

এফএসবি একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে দুটি পরচুলা (উপকেশ), একটি চাকু, দু’ জোড়া কালো চশমা, একটি মানচিত্র ও একটি কম্পাস দেখানো হয়েছে। এগুলো রায়ানের বলে দাবি করেছে এফএসবি। আরেকটি ছবিতে বিশাল অঙ্কের ইউরো মুদ্রা দেখানো হয়েছে যেগুলো রায়ানের বলে উল্লেখ করেছে রুশ গোয়েন্দা বাহিনী।

এফএসবির মুখপাত্র নিকোলাই জাখারোভ জানিয়েছেন, ফোজেলকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

তবে সিআইএ‘র গুপ্তচর আটকের বিষয়টি নাটক মনে করেন এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তা। এরিক ও‘নেইল নামের ওই কর্মকর্তা বলেন, “মস্কোর রাস্তায় বাজে সোনালি উপকেশ পরে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সিআইএ এজেন্ট হাটবে-এটা আমার কাছে সন্দেহজনক লাগছে। এটা আমার কাছে আনাড়ি চাল মনে হয়েছে, এটা সাজানো। ”

রাশিয়ায় যুক্তরাষ্ট্রবিরোধী দৃষ্টিভঙ্গি বাড়াতে বা রাজনৈতিক খেলায় লাভের জন্যই এমনটি করা হয়েছে বলে মন্তব্য এরিক ও’নেইলের।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।