লন্ডন: আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন নাকচ করে দিয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লন্ডনের একটি আদালত।
সুইডেনে যৌন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির পর মঙ্গলবার তিনি স্বেচ্ছায় লন্ডনের একটি আদালতে আত্মসমর্পন করেন।
জেলা জজ হাওয়ার্ড রিডল তার জামিনের আবেদন না-মঞ্জুর করে তাকে ১৪ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দেন।
রিডল বলেন, জামিন দিলে অ্যাসাঞ্জ পালিয়ে যেতে পারেন।
তবে আ্যাসেঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখান করে আইনি লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন
অ্যাসাঞ্জের আইনজীবি মার্ক স্টিফেন্স বলেছেন তিনি আবার জামিন প্রার্থনা করবেন।
তিনি তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগকে “‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট” বলে অভিহিত করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, অ্যাসাঞ্জের গ্রেফতার পুলিশের বিষয়, এতে সরকারের হাত নেই।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘন্টা ডিসেম্বর ০৮, ২০১০