ঢাকা: জঙ্গি হামলার পর নাইজেরিয়ার তিনটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ওইসব রাজ্যে জঙ্গিদের সঙ্গে মোকাবিলা করার জন্য সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডন্ট গুডলাক জোনাথান।
গুডলাক জোনাথান বলেছেন, বোরনো, আদামাওয়া ও ইয়োবে চরমপন্থি ও সন্ত্রাসীদের অপরাধ কর্মকাণ্ডের অবসান ঘটাতে ‘সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে সামরিক বাহিনী।
পূর্বে ধারণকৃত বক্তব্যে জোনাথন বলেন,“আমরা যার মুখোমখি হচ্ছে তা শুধু জঙ্গি বা অপরাধাই নয়, এটি বিদ্রোহ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চরমপন্থিতা যা জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি গুরুতর হুমকি। ”
সম্প্রতি সরকারি ভবনে হামলা ও সরকারি কর্মকর্তাসহ বেসামরিক লোকদের হত্যার বিষয়টি উল্লেখ করে বলেন তিনি বলেন, “এসব কাজ যুদ্ধ ঘোষণার সমান। ”
গত মঙ্গলবার বেনুই রাজ্যে ৫৩ জন নিহত হয় ও ১৩টি গ্রাম আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
নাইজেরিয়ায় অধিকাংশ সহিংসতার জন্য বোকা হারামকে দোষারোপ করা হয়। ২০১০ সাল থেকে দেশটিতে দুই হাজারের মতো লোক নিহত হয়েছে।
বোকা হারাম নাইজেরিয়ায় পশ্চিমা শিক্ষাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারকে হঠিয়ে তারা নাইজেরিয়াকে একটি ইসলামি রাষ্ট্র হিসেবে গড়তে চায়। নাইজেরিয়ায় বিভিন্ন জাত ও ধর্মের ১৬ কোটি লোক বাস করে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com