ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করতে চান ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মে ১৫, ২০১৩
নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করতে চান ওবামা

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ায় নওয়াজ শরিফকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার রাতে ওবামা পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে ফোন করেন।



বারাক ওবামা নওয়াজকে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং শিগগিরই নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও এ ধরণের প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তার সাহসের প্রশংসা করেন।

ফোনে ওবামা আরো বলেন, “যুক্তরাষ্ট্র আপনার অবস্থানকে সম্মান করে। আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি এবং আমি আশা করি আমাদের খুব শিগগিরই দেখা হবে। ”
যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বলে জানান ওবামা।

অভিনন্দন জানানোর জন্য ওবামাকে ধন্যবাদ জানান নওয়াজ শরিফ।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া নওয়াজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা জানান, বিজয়ের মাধ্যমে নওয়াজ শরিফের দলের ওপর পাকিস্তানের মানুষের বিশ্বাস প্রতিফলিত হচ্ছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ও  আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই নওয়াজকে নির্বাচনে জয় পাওয়ায় অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।