আগরতলা (ত্রিপুরা): তিন দফা দাবিতে ছয় ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি করেছে রাজ্য কংগ্রেস। বুধবার সকাল দশটা থেকে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবনের সামনে শুরু হয় এই গণ অবস্থান।
তিন দফা দাবির মধ্যে রয়েছে রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারি সাহায্য দেয়া, সাম্প্রতিক সময়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান এবং ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থায় যারা টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন তাদের জন্য সরকারি প্যাকেজের ব্যবস্থা করা।
বহুদিন পর সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কোনো সমস্যা নিয়ে আন্দোলনে নামলো কংগ্রেস। কিন্তু তাতেও দেখা পাওয়া যায়নি রাজ্য কংগ্রেসের সব গোষ্ঠীর নেতাদের। গণ অবস্থান কর্মসূচিটি মূলত কেন্দ্রীভূত ছিল রাজ্য কংগ্রেসের ক্ষমতাসীন গোষ্ঠীর মধ্যেই।
গণ অবস্থান কর্মসূচির আহ্বায়ক বিধায়ক আশিস সাহা জানিয়েছেন, বিধানসভা নির্বাচন গেছে প্রায় তিন মাস। কিন্তু এখনো রাজ্যে থামছে না বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর প্রতিহিংসামূলক আক্রমণ। এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস সমর্থকরা বাড়ি ছাড়া। খুন হয়েছেন বেশ কয়েকজন। অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে। এসব মানুষের ক্ষতিপূরণ সরকারকেই দিতে হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজনৈতিক হিংসায় যারা ক্ষতিগ্রস্ত, তাদের সাহায্য করা হবে প্রশাসন থেকে। কিন্তু তার ঘোষণা সত্ত্বেও কিছুই দেয়া হয়নি ক্ষতিগ্রস্তদের।
আশিস সাহা অভিযোগ করেছেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু ক্ষতি হয়েছে। কিন্তু এখনো পৌঁছায়নি ত্রাণসামগ্রী। আর যেটুকু ত্রাণ আসছে তা বেছে বেছে দেওয়া হচ্ছে শাসক দলের কর্মী সমর্থকদেরই। এমনকি কোনো কোনো পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত হলে সেখানে সেভাবে বরাদ্দ দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, মঙ্গলবার ঘূর্ণিঝড়ে আক্রান্তদের সাহায্য দেওয়ার জন্য একটি দল সোনামুড়া মহকুমার বড়দলই গ্রামে গিয়েছিলো। সেখানে সাধারণ গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন সরকারি কর্মচারীরা। অভিযোগ সরকারি সাহায্য নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগেই গ্রামবাসীদের রোষাণলে পড়েন সরকারি কর্মচারীরা। পরে কানুনগো রাকেশ দেবনাথ সোনামুড়া থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার কংগ্রেস নেতা এবং পঞ্চায়েত সমিতির এক সদস্য গ্রেফতার হন।
পর্যবেক্ষকরা এখন যাচাই করছেন গোষ্ঠী রাজনীতিতে বিভক্ত কংগ্রেসকে এবারের তিন দফা আন্দোলন কতটা একীভূত করতে পারে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: তানিম কবির ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর