ঢাকা: ১৯৬৮ সালে একটি তৈলচিত্র এঁকেছিলেন জার্মানি চিত্রশিল্পী গেরহার্ড রিকটার। মিলানের ক্যাথেড্রাল স্কয়ারের সেই চিত্রটি বিক্রি হয়েছে ৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার।
আর এর মাধ্যমে জীবন্ত কোনো শিল্পীর সবচেয়ে বেশি মূল্য বিক্রির রেকর্ডটি নিজের করে নিল চিত্রকর্মটি। মঙ্গলবার নিউইয়র্কে নিলামে চিত্রকর্মটি বিক্রি হয়।
এর আগেও ৮১ বছর বয়সী রিকটার বেঁচে থাকা শিল্পীদের সবচেয়ে বেশি মূল্যের চিত্রকর্ম বিক্রির রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন। ২০১২ সালে তার বিমূর্ত অ্যাবস্ট্রাকটেস বিল্ড তৈলচিত্রটি বিক্রি হয়েছিল ২ কোটি ১৩ লাখ মার্কিন ডলারে।
চিত্রটি কিনেছেন নাপা ভ্যালির ব্রিয়ান্ট ফ্যামিলি ভিনেইয়ার্ডের ডন ব্রিয়ান্ট। তিনি বলেন, “কাজটি আমার হৃদয় ছুঁয়েছে। ”
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com