ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রেকর্ড দামে বিক্রি জার্মান শিল্পীর চিত্রকর্ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, মে ১৫, ২০১৩
রেকর্ড দামে বিক্রি জার্মান শিল্পীর চিত্রকর্ম

ঢাকা: ১৯৬৮ সালে একটি তৈলচিত্র এঁকেছিলেন জার্মানি চিত্রশিল্পী গেরহার্ড রিকটার। মিলানের ক্যাথেড্রাল স্কয়ারের সেই চিত্রটি বিক্রি হয়েছে ৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার।

আর এর মাধ্যমে জীবন্ত কোনো শিল্পীর সবচেয়ে বেশি মূল্য বিক্রির রেকর্ডটি নিজের করে নিল চিত্রকর্মটি। মঙ্গলবার নিউইয়র্কে নিলামে চিত্রকর্মটি বিক্রি হয়।

এর আগেও ৮১ বছর বয়সী রিকটার বেঁচে থাকা শিল্পীদের সবচেয়ে বেশি মূল্যের চিত্রকর্ম বিক্রির রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন। ২০১২ সালে তার বিমূর্ত অ্যাবস্ট্রাকটেস বিল্ড তৈলচিত্রটি বিক্রি হয়েছিল ২ কোটি ১৩ লাখ মার্কিন ডলারে।
চিত্রটি কিনেছেন নাপা ভ্যালির ব্রিয়ান্ট ফ্যামিলি ভিনেইয়ার্ডের ডন ব্রিয়ান্ট। তিনি বলেন, “কাজটি আমার হৃদয় ছুঁয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ১৫, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।