ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রতিবাদী সোনিয়া গান্ধী

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ১৫, ২০১৩
প্রতিবাদী সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: মহিলাদের উপর বাড়তে থাকা নির্যাতন এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভানেত্রী প্রতিবাদী সোনিয়া গান্ধী।

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মহিলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে তিনি বলেন, মহিলারা ঘরে-বাইরে নানা রকম নির্যাতনের শিকার হন।



যদিও এটা সমাজের টুকরো টুকরো অংশে ঘটছে তবুও এই ঘটনা তার কাছে অত্যন্ত পীড়াদায়ক বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন আমারা মহিলাদের একটি নিরাপদ সমাজ এখন দিতে পারিনি। তিনি আরো বলেন সমস্ত মানুষকে ফিয়ে আসতে হবে। তিনি মহিলাদের উপর সমাজের মানসিকতা পরিবর্তনের উপর জোর দেন।

সোনিয়া গান্ধী বলেন জামিয়া  বহুদিন ধরে বিশেষ করে মুসলিম  মহিলাদের উন্নতির জন্য কাজ করছে। তিনি জহরলাল নেহেরুর কথা উদ্ধৃত করে বলেন জামিয়া ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তা বোধকে সামনে রেখে কাজ করছে। এটি গোটা দেশের কাছে গর্বের বিষয়।

এদিন তিনি প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির নামে একটি ছাত্রী নিবাসের ফলকের আবরণ উন্মোচন করেন।

বাংলাদেশ সময়:  ১১৫০ ঘণ্টা, মে ১৫, ২০১৩  
ভাস্কর সরদার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।