ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার জাতিভেদ ভাঙার পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, মে ১৫, ২০১৩

কলকাতা: জাতিভেদ ভেঙে বিয়েতে উৎসাহ দিতে আর্থিক পুরস্কার দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনগ্রসর কল্যাণ দপ্তর ইতোমধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে।



ভারতের অনগ্রসর তফসিলজাতি বা উপজাতি সম্প্রদায়ের কাউকে অন্য জাতির কেউ বিয়ে করলে তার ৩০ হাজার টাকা পুরস্কার মিলবে।

এই উদ্যোগে অর্থের ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বাকি অর্থ দেবে। অনগ্রসর কল্যাণ দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, এই আর্থিক অনুদান পাওয়ার জন্য ম্যারেজ সার্টিফিকেটসহ আবেদন জানাতে হবে।

থানার অধীন ব্লকে অনগ্রসর কল্যাণ কর্মকর্তাদের কাছে এই আবেদন করতে হবে। এরপর দপ্তর তদন্ত করে আবেদন যথার্থ কি না, সেটা খতিয়ে দেখবে। একাধিকবার বিয়ে করলে এই আর্থিক অনুদান পাওয়া যাবে না।

বাংলাদেশ সময়:  ১২৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৩
ভিএস/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।