কাবুল: অঘোষিত এক সফরে মঙ্গলবার আফগানিস্তান পৌঁছেছেন মাকির্ন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস। সফরে তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং সেনাদের সঙ্গে সাক্ষাত করবেন।
প্রেসিডেন্টের সহকারি মুখপাত্র সিয়ামাক হারাওয়াই বলেন, গেটস বুধবার কারজাইয়ের সঙ্গে সাক্ষাতের দিন নির্ধারিত ছিল। কিন্তু এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আকস্মিক সফরে আফগানিস্তান আসেন। তিনি কাবুলের উত্তরাঞ্চলে বাগ্রাম বিমান ঘাঁটিতে সেনাদের সঙ্গে সাক্ষাত করেন। তবে খারাপ আবহাওয়ার কারণে ওবামা আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করতে পারেননি।
এ বছর গেটস দশবার আফগানিস্তান সফর করেন। আর ওই সময়ে দেশটিতে অতিরিক্তি ৩০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
দেশটিতে সাম্প্রতিক সময়ে এক লাখ মার্কিন সেনা যুদ্ধ করছে।
সম্প্রতি উইকিলিকসের ফাঁস করা তথ্যে আফগান প্রেসিডেন্টকে দুর্নীতি পরায়ন ও স্থুল বুদ্ধিসম্পন্ন বলে অভিযুক্ত করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অবনতি ঘটে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০