ওয়াশিংটন: ডেমোক্রেট দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট জন অ্যাডওয়ার্ডের স্ত্রী এলিজাবেথ অ্যাডওয়ার্ড (৬১) ক্যান্সারে মারা গেছেন। নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে মঙ্গলবার নিজ বাড়িতে তিনি মারা যান।
ক্যান্সারে আক্রান্ত অবস্থায় অ্যাটর্নি, লেখক ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারক সব সময় মার্কিনিদের উৎসাহ দিয়ে এসেছেন। ২০০৮ সালে তার স্বামীর প্রচারণার কাজেরও পরামর্শক ছিলেন তিনি।
স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ধৈর্যশীল অ্যাডভোকেট বলে এলিজাবেথের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
একটি বিবৃতিতে তিনি বলেন, ‘এলিজাবেথ অনেক কষ্ঠ সহ্য করলেও তিনি ছিলেন সহিষ্ণু। ফলে তিনি সব সময়ই হয়ে থাকবেন অনুপ্রেরণার উৎস। ’
২০০৪ সালে প্রথমবারের মতো এলিজাবেথ অ্যাডওয়ার্ডের স্তন ক্যান্সার ধরা পড়লে এর চিকিৎসা করা হয়। ২০০৭ সালে নতুন করে আবার সংক্রমণ হয় এবং তা ছড়িয়ে পড়ে। পরবর্তী চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব নয় বলে চিকিৎসক জানানোর পর চিকিৎসা বন্ধ করে দেন তিনি। সোমবার তার স্বামী অ্যাডওয়ার্ড এ তথ্য জানান।
এলিজাবেথ `রিসাইলেন্স` ও `সেভিং গ্রেসেস` নামের দুইটি বই লিখেছেন। ২০০৯ সালের বেস্ট সেলার বই ‘রিসাইলেন্স: রিফেকশন অন দ্য ব্রুডেনস অ্যান্ড গিফটস অব ফেইসিং লাইফস অ্যাডভার্টাইস’ এ তিনি স্তন ক্যান্সার ও স্বামীর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে তার সংগ্রামের কথা তুলে ধরেন।
এলিজাবেথের স্বামী জন অ্যাডওয়ার্ড ২০০৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জন কেরির রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১০