আগরতলা (ত্রিপুরা): ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বাতিল করা হয়েছে ত্রিপুরা-বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক।
বুধ ও বৃহস্পতিবার ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন রাজ্যের শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।
তিনি জানান, সোনামুড়ার ‘শ্রীমন্তপুর বর্ডার হাট’ নিয়ে দু’দেশের সরকারি পর্যায়ে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে সম্ভাবনা ছিল বর্ডার হাটের ব্যাপারে জায়গা এবং কীভাবে ব্যবসা চলবে সে বিষয়ে আলোচনার। কিন্তু বাংলাদেশের ফেনী জেলায় মহাসেনের সতর্কতা জারি করায় জেলাশাসক দু’দেশের বৈঠক সাময়িক রদ করার আবেদন জানান। ত্রিপুরাও সে আবেদনে সাড়া দিয়ে বৈঠক আপাতত স্থগিত রাখার পক্ষে মত দেয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর